NOVOAIR

ইতালিতে করোনা ভ্যাকসিন নিলেন ১০৮ বছরের বৃদ্ধা

ইতালিতে করোনা ভ্যাকসিন নিয়েছেন ১০৮ বছর বয়সী এক বৃদ্ধা।
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের দলে নাম লিখিয়েছেন ফাতিমা নাগরিনি নামের এই নারী।
তিনি যেখানে থাকেন সেই বৃদ্ধাশ্রম থেকে জানানো হয়েছে যে, কয়েক মাস আগেই তিনি করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।
সোমবার তিনি ভ্যাকসিন গ্রহণ করেছেন।

আগামী জুনের ৩ তারিখে ১০৯ বছরে পা রাখবেন ফাতিমা নাগরিনি।
মাত্তিও তেসারোলো নামের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, তিনি মিলানে আন্নি আজুরি সান ফস্তিনো কেয়ার হোমের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে সোমবার ভ্যাকসিন গ্রহণ করেছেন।

মাত্তিও তেসারোলো বলেন, কেয়ার হোমের সব অতিথি এবং স্টাফদের জন্য ভ্যাকসিন এসে পৌঁছানোর ঘটনাটি ছিল অত্যন্ত আনন্দময় একটি মুহূর্ত এবং এটি কেয়ার সেন্টারের অভ্যন্তরে আগের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রথম পদক্ষেপ।

আরও খবর
Loading...