NOVOAIR

উড়োজাহাজ থেকে কুকুরসহ লাফ দিলেন দম্পতি!

উড়োজাহাজ যখন চালু হয়েছে সেই মুহূর্তে রানওয়েতে বিমান থেকে ঝাঁপিয়ে পড়লেন দুই যাত্রী এবং একটি কুকুর।
এমন ঘটনা ঘটেছে আটলান্টাগামী ডেলটা এয়ারলাইন্সের একটি বিমানে।

প্লেন যখন সবে চলতে শুরু করেছে রানওয়েতে এমন সময় এই দম্পতির মনে হয়, টেক-অফের আগেই ঝটপট নেমে যাওয়া উচিত প্লেন থেকে।
এরপর কেবিন ডোর খুলে, রানওয়েতে লাফিয়ে পড়লেন দু’জনে।
একজন ৩১ বছরের অ্যান্টনিও মার্ডক, আর একজন ২৩ বছরের ব্রিয়ানা গ্রেকো।
সঙ্গে রয়েছে আবার তাদের কুকুর।

তাদের এই উদ্ভট আচরণে, সমস্যায় পড়েছেন গোটা প্লেনের যাত্রীরা।

সোমবার সকালেই এই দম্পতি ঘটিয়েছেন এমন ব্যাপার।
অ্যান্টনিও এবং ব্রিয়ানা চড়েছিলেন ডেল্টা এয়ারলাইনসের একটি প্লেনে।
নিউ ইয়র্কের লা গার্ডিয়া এয়ারপোর্টের অথরিটিকে তারা অবশ্য জানিয়েছেন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার আছে অ্যান্টনিও’র।
প্লেনে চাপার ঠিক পরেই, এই সংক্রান্ত সমস্যা শুরু হয় তার।
আর সে কারণেই, এমারজেন্সি গেট দিয়ে প্লেন থেকে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দু’জনে।

আরও খবর
Loading...