NOVOAIR

এক বছর ধরে ফিলিপাইনের শিশুরা ঘরবন্দি

এক বছরের বেশি সময় ধরে বিশ্বে তাণ্ডব চালিয়ে যাচ্ছে করোনা।
মহামারির এই সময়ে সারাবিশ্বেই নানা ধরনের পরিবর্তন এসেছে।
আগের মতো জীবন-যাপন এখন আর স্বাভাবিক গতিতে নেই।
সবকিছুতেই চলে এসেছে সীমাবদ্ধতা।

এখন চাইলেই শিশুরা ঘর থেকে বাইরে বেরিয়ে বন্ধুদের সঙ্গে মন খুলে গল্প করতে পারছে না, খেলাধুলা করতে পারছে না।
এমনকি স্কুলেও যেতে পারছে না তারা।
ফলে তাদের জীবন এখন ঘরবন্দি।

ফিলিপাইনের ছয় বছর বয়সী শিশু অফেলিয়া অ্যাবো। সে প্রায় ১১ মাস ধরে ঘরে বন্দি।
প্রতিদিন সকালে তাকে অনলাইন স্কুলে হাজিরা দিতে হয়।
বাকি সময়টা তার এটা সেটা খেয়ে বা ঘরের লোকদের সঙ্গে খেলাধুলা করে কেটে যায়।

আরও খবর
Loading...