ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকার পর এবার জার্মানির বাভারিয়ায় সন্ধান মিলল করোনাভাইরাসের নতুন এক স্ট্রেনের।
এ নিয়ে গবেষণা শুরু করেছেন জার্মান স্বাস্থ্য দফতরের গবেষকরা।
জার্মানির গার্মিশ-পার্টেনকির্চেন শহরে করোনার যে নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে তাতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৫ জন।
জার্মানির স্বাস্থ্য দফতরের এক কর্মকর্তা জানান, নতুন প্রজাতির করোনা অতি সংক্রামক কিংবা কোভিড-১৯ এর থেকে বেশি প্রাণঘাতী কিনা তা এখনও স্পষ্ট নয়। এ নিয়ে আরও পরীক্ষার প্রয়োজন।
নতুন প্রজাতির করোনা নিয়ে কী পদক্ষেপ নেওয়া হবে তা ঠিক করতে জার্মানের ১৬টি প্রদেশের প্রধানদের নিয়ে বৈঠকে বসছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।