NOVOAIR

এবার বার্নি স্যান্ডার্সকে নিয়ে মিম বানালেন জাস্টিন ট্রুডোও

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের পর থেকে ভেরমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সের একটি ছবি দিয়ে বানানো অগণিত মিম ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।
সাম্প্রতিক সময়ের অন্যতম জনপ্রিয় এই মিমে এবার যোগ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোও।

শনিবার ট্রুডো তার টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন আর তার পেছনে বাড়ির সামনে বসে আছেন বার্নি স্যান্ডার্স।

ছবির ক্যাপশনে ট্রুডো লেখেন, ‘এক মাস বা তার আগে সংবাদ সম্মেলনে আমার ছেলের ঢুকে পড়াটা ছিল একটা ঘটনা।
কিন্তু এটা…এখন ভ্রমণের সময় না। ঘরে থাকুন, এর মাধ্যমে আমি বুঝাচ্ছি নিজের ঘরে থাকুন।’

আরও খবর
Loading...