বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত।
২০০৫ সালে ‘চকোলেট’ সিনেমায় অভিনয় করে পা রাখেন বড়পর্দায়।
তবে জনপ্রিয়তা পেয়েছেন ইমরান হাশমির বিপরীতে ‘আশিক বানায়া আপনে’ গানটির মাধ্যমে।
তারপর বেশকিছু সিনেমায় অভিনয় করলেও লম্বা সময় ক্যামেরার বাইরে ছিলেন এ নায়িকা।
নতুন খবর হলো-অনেকদিন পর আবারও লাইট-ক্যামেরার সামনে ফিরতে যাচ্ছেন তনুশ্রী।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কামব্যাকের ঘোষণা দিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি জানান, ওয়েব সিরিজ আর সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি।
তনুশ্রী লিখেন, ‘অনেকেই ভাবছেন আমি আমেরিকায় আইটি কোম্পানিতে চাকরি করছি।
এটা ভুল। ওখানকার আইটি কোম্পানি আমায় কাজের অফার দিলেও আমি সেই কাজ করিনি।
আমি মুম্বাইতে আমার অভিনেত্রী সত্তাকে কাজে লাগাতে চাই। দিনের শেষে আমি একজন শিল্পী। মুম্বাইতে আমার পরিচিতি আছে। তাই দেশে ফিরে কাজ শুরু করেছি।’
সবশেষ ২০১০ সালে ‘অ্যাপার্টমেন্ট’ সিনেমায় দেখা গিয়েছিল তনুশ্রীকে। রূপালি পর্দায় থেকে দূরে থাকলেও #মিটু মুভমেন্টের সময় বেশ সরব ছিলেন এ অভিনেত্রী। যৌন হেনস্থার প্রতিবাদে শক্ত অবস্থান নিয়ে খবরের শিরোনামও হয়েছিলেন।