সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ার সময় তার ওপর যে পরীক্ষামূলক অ্যান্টিবডি প্রয়োগ করা হয়েছিল তা এবার জার্মানি ব্যবহার করতে যাচ্ছে।
জার্মান স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
জার্মান সংবাদপত্র বিল্ড আম সনটাগে দেয়া এক সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী জেন স্পান বলেন, ‘সরকার ৪০ কোটি টাকা দিয়ে দুই লাখ ডোজ কিনেছে।’
তিনি জানান, মনোক্লোনাল অ্যান্টিবডি নামে পরিচিত এই মিশ্রণটি জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোর হাসপাতালে প্রদান করা হবে।
তিনি আরও জানান, করোনা মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জার্মানিই প্রথম দেশ যারা এই অ্যান্টিবডি ব্যবহার করতে যাচ্ছে।
কোন প্রতিষ্ঠান এই অ্যান্টিবডি তৈরি করবে তা স্পান জানাননি। তবে তিনি নিশ্চিত করেছেন, গত অক্টোবরে ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হলে যে ওষুধ প্রয়োগে তিনি সুস্থ হয়ে ওঠেন, এটি সেটাই।