NOVOAIR

কুয়েতে বেড়েছে করোনা সংক্রমণ, বাড়ানো হয়েছে সতর্কতা

কুয়েতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশটিতে বাড়ানো হয়েছে সতর্কতা। ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১০৪৮ জন, সুস্থ হয়েছেন ৬৩১ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।

প্রতিদিন রাত ৮টা হতে ভোর ৫টা পর্যন্ত মহল ও রেস্টুরেন্টগুলো বন্ধ রাখতে বলা হয়েছে। সেলুন, বিউটি পার্লার, জিম সেন্টার, খেলাধুলাসহ খোলা স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

কুয়েতি নাগরিক ও তাদের আত্নীয়স্বজন, বাসা, গৃহপরিচারিকা ছাড়া অন্য দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

১১ ফেব্রুয়ারি দেশটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাতীয় দৈনিক আরব টাইমস এ তথ্য নিশ্চিত করে। সংবাদে আরও বলা হয়েছে, মোট আক্রান্ত হয়েছেন ১৭৫০৩১ জন। মোট মৃতের সংখ্যা ৯৮৫ জন। মোট সুস্থ হয়েছেন ১৬৩৮৯৫ জন।

আরও খবর
Loading...