ভারতের কলকাতা বিমানবন্দরে দেখা গেছে ‘অবাঞ্ছিত অতিথি’। ঝাঁকে ঝাঁকে মৌমাছির দলের আক্রমণে দিশেহারা অবস্থা বিমানবন্দরের কর্মীদের।
ভিস্তারা এয়ারলাইন্সের একটি এয়ারবাস-৩২০ নিও বিমানের ককপিটের ঠিক পেছনের দিকে মৌমাছির দল বসেছিল সোমবার এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সোমবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটে। শ’য়ে শ’য়ে মৌমাছি গুনগুন করে উড়তে থাকে আকাশে। বিমানটি টেক অফ করার কথা ছিল বিকেল ৫টায়। কিন্তু
সেটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। বিমান ছাড়তে এক ঘণ্টা দেরি হয়।