কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ আটকানোর সেরা প্রযুক্তি উদ্ভাবনকারীকে ১০ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
বৃহস্পতিবার এক টুইটবার্তায় ইলন মাস্ক পরিবেশ দুষণের জন্য দায়ী কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ আটকানোর সেরা প্রযুক্তি উদ্ভাবনকারীকে ১০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মূদ্রায় ৮৪৮ কোটি টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।
বিজ্ঞানীরা পৃথিবীর উষ্ণতা নির্গমনের মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকায় তা নিয়ন্ত্রণে রাখতে নানাভাবে কার্বন নিঃসরণ আটকানোর প্রযুক্তির উদ্ভাবনে ব্যস্ত। গত কয়েক বছরের চেষ্টার পরও কোনো যুতসই প্রযুক্তি উদ্ভাবন করা যায়নি বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। অথচ পরিবেশ রক্ষায় এই প্রযুক্তির প্রয়োজনীয়তা অপরিমেয়।
বিষয়টি ভাবনায় রেখে ইলন মাস্ক এই প্রযুক্তির উদ্ভাবনে পুরস্কার ঘোষণা করলেন। এ বিষয়ে পরবর্তী সপ্তাহে বিস্তারিত জানাবেন বলে টুইট করেন তিনি।
শুধু ইলনই নয় যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনেও কার্বন নিঃসরণ কমানো প্রযুক্তির উদ্ভাবনে অগ্রাধিকার দিয়েছেন।