NOVOAIR

কুকুরের সঙ্গে খেলতে গিয়েই বিপত্তিতে প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন।
তার ব্যক্তিগত চিকিৎসক কেভিন ওকনোর এক বিবৃতিতে বলেছেন, বাইডেন তার পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পিছলে পড়ে আঘাত পেয়েছেন।
এতে করে তার পায়ে সামান্য ফ্র্যাকচার হয়েছে।

রোববার বার্তা সংস্থা সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ‌্য জানা গেছে।

খবরে বলা হয়, বাইডেনের গোড়ালি সামান্য মচকে গেছে। তবে সিটি স্ক্যানের পর চিকিৎসকেরা নিশ্চিত হন, তার পায়ে চিড় ধরেছে।

চিকিৎসক কেভিন ও’কনোর বলেছেন, আগামী কয়েক সপ্তাহের জন্য তাকে (বাইডেন) একটি ওয়াকিং বুট পরে থাকতে হবে।

 

 

আরও খবর
Loading...