NOVOAIR

কুয়েতের ব্যবসায়ীরা চরম বিপাকে

বেহাল দশা কুয়েতের ব্যবসা প্রতিষ্ঠানের।
বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তাদের।

কুয়েতে ৪র্থ ধাপে দোকানপাট খুলে দেয়া হলেও এখনো বেচাকেনা আগের মত শুরু হয়নি।
সব কিছুই যেন ঝিমিয়ে পড়েছে।
ক্রেতাশূণ্য দোকান গুলো।।দোকানীরা খদ্দেরের আশায় মালামালের পসরা খুলে বসলেও কেনাকাটা এখনো জমে উঠেনি।
করোনাভাইরাসের কারণে লোকজন বেকার ও কর্মহীন হয়ে পড়ে।
বেকার শ্রমিকরা নিজেদের ভরণপোষণ চালাতেই হিমসিম খাচ্ছে, এমতাবস্থায় দোকানীদের লোকসান গুনতে হচ্ছে।

একদিকে যেমন দোকান ভাড়া, অপরদিকে কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ পারছেন না।
ক্ষতি পুষিয়ে নিতে অনেক ব্যবসায়ীরা তাদের বহু কষ্টে গড়া দোকান বিক্রি করে দেশে চলে যাচ্ছেন।

আরও খবর
Loading...