NOVOAIR

কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজারের বদলি উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ

কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলাম বদলি উপলক্ষে সংবাদকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার রাত ৮টায় কুয়েতের সিটি টাওয়ার হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় কুয়েতে বাংলাদেশের বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

২০১৭ সালের ২৯ নভেম্বর কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগদান করেন তিনি।
এর আগে তিনি ঢাকা ও সিলেট আন্তর্জাতিক বন্দরে দায়িত্ব পালন করেন।
বুধবার সকালে দেশের উদ্দেশ্যে কুয়েত ত্যাগ করবেন।
বর্তমানে ঢাকায় বদলি হয়েছেন মোহাম্মদ হাফিজুল ইসলাম।

আরও খবর
Loading...