দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে প্রিয়জনদের খবর পাওয়ার অপেক্ষা করছেন ইন্দোনেশিয়ার বিধ্বস্ত শ্রীবিজয়া এয়ারের বোয়িং৭৩৭ বিমানের হতভাগ্য আরোহীদের স্বজনরা। এখনও অনেকেই মেনে নিতে পারছেন না তাদের প্রিয়জনের মৃত্যু।
গত শনিবার বিকালে শ্রীবিজয়া এয়ারের একটি অভ্যন্তরীণ ফ্লাইট রাজধানী জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাক রওনা হওয়ার চার মিনিটের মধ্যে রাডার থেকে হারিয়ে যায়। খরব বিবিসি ও রয়টার্সের।
পরে জানা যায়, বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে লাকি দ্বীপের কাছে সাগরে এটি বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৬২ আরোহী ছিলেন। যাদের বেঁচে থাকার আশা আর নেই বললেই চলে।
লাকি দ্বীপের কাছে সাগরে উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয়েছে, ওই এলাকায় সাগরের পানি থেকে উদ্ধার হচ্ছে মানবদেহের খণ্ডাংশ। কিন্তু সেগুলো থেকে কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।