ঢাকা উত্তর সিটির খালগুলো দখলমুক্ত করার পাশাপাশি সেগুলো সংরক্ষণ করে সীমানা পিলার বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
বুধবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের সুতিভোলা ও কড্ডা খাল পরিদর্শন শেষে মেয়র আতিকুল ইসলাম এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, খালের সীমানায় যত বড় শক্তিশালী ব্যক্তির স্থাপনাই থাকুক না কেন, তা উচ্ছেদ করা হবে।