NOVOAIR

‘চলতি বছরের নির্বাচন ছিল সবচেয়ে বিশৃঙ্খল’

বিতর্কিত মন্তব্য না করে যেন কোনমতেই থাকতে পারছেন না বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প।
নির্বাচনের পর থেকেই তিনি বলে যাচ্ছেন যে, এবারের নির্বাচনে জালিয়াতি হয়েছে, ভোট চুরি হয়েছে।
যদিও এর পক্ষে তিনি তেমন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

আবারও নির্বাচন নিয়ে মন্তব্য করলেন ট্রাম্প।
তিনি বলেছেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন ছিল যুক্তরাষ্ট্রের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে কম সুরক্ষিত নির্বাচন।
গত ৩ নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ভোট গণনার পর দেখা গেছে জো বাইডেন ট্রাম্পকে হারিয়ে ইলেকটোরাল কলেজে এগিয়ে আছেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয়নি।
তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যেই বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
তাছাড়া ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের নেতারা বাইডেনকে শুভেচ্ছাও জানিয়েছেন।

 

 

আরও খবর
Loading...