দক্ষিণ সুদানে বিমান দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক।
মঙ্গলবার উড়োজাহাজটি জংলি রাজ্য থেকে জুবা বিমানবন্দরে যাওয়ার পথে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়।
এতে বিমানে থাকা ৮ যাত্রী এবং ২ পাইলটের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।
বিমানটি দক্ষিণ সুদানের সুপ্রিম এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান ছিল বলে জানা গেছে।
এ ঘটনায় মৃতদের পরিচয় এখানো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
এটা এ বিমান সংস্থাটির পরিচালিত দ্বিতীয় দুর্ঘটনার ঘটনা।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে সুপ্রিম এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে গেলে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।