NOVOAIR

দখলমুক্ত মসজিদে চুমু খেয়ে ঢুকলেন আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভ

সম্প্রতি আর্মেনিয়ার কাছ থেকে দখলমুক্ত করা মসজিদে চুমু খেয়ে মসজিদে ঢুকেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।
মসজিদে ঢুকে দোয়া প্রার্থনার পাশাপাশি কোরআন শরীফ রেখেছেন।

সোমবার ২৭ বছর পর দুখলমুক্ত বিরোধীয় নাগোরনো-কারাবাখের আগদাম অঞ্চল সফরে যান বাকুর প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।
এ সময় তার সঙ্গে ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও ফাস্ট লেডি মেহরিবান আলিয়েভা।

এদিন স্ত্রী আলিয়েভা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ইন্সটাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন।
পাশাপাশি ভিডিও আপলোড করেন।
নিজস্ব যানবহনের চেপে অঞ্চলটিতে সফর করেন দেশটির প্রধান।

আরও খবর
Loading...