নরেন্দ্র মোদির ‘মান কি বাত’ কৃষকদের বিক্ষোভের কোনো সমাধান তো দিতে পারেনি, উল্টো রোববার বিক্ষুব্ধ কৃষকদের হুমকি, রাজধানী দিল্লিতে প্রবেশের পাঁচটি প্রধান সড়ক অবরুদ্ধ করে ঘেরাও করা হবে।
সারা ভারত কৃষক সভার (এআইকেএস) নেতৃত্বে আরও কয়েকটি কৃষক সংগঠনের উদ্যোগে চলমান এই বিক্ষোভে দেশটির লক্ষাধিক কৃষক মোদি সরকারের একটি বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবি জানাচ্ছেন।
কৃষক নেতা সুরজিৎ এস ফুল বলেন, ‘দিল্লি প্রবেশের পাঁচটি প্রধান সড়ক অবরুদ্ধ করে রাজধানী ঘেরাও করবো।
চার মাসের রেশন নিয়ে এসেছি। তাই কোনও চিন্তা নেই। আমাদের অপারেশন্স কমিটি সব বিষয়ে নজর রাখছে।’