NOVOAIR

দুই ঘণ্টা বিমানবন্দরে আটকা পড়ে জুহির ক্ষোভ

আইপিএল শেষ করে দুবাই থেকে ভারতে ফিরছিলেন কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার এবং বলিউড অভিনেত্রী জুহি চাওলা।
কিন্তু দেশে ফেরার পর বিমানবন্দরে চূড়ান্ত অব্যবস্থাপনার জন্য তাকে ২ ঘণ্টা আটকে থাকতে হয়।
আর তাতে ক্ষোভ উগড়ে দেন তিনি।

টুইটারে ভিডিও পোস্ট করে নিজেই এ তথ্য জানান জুহি।

ভিডিওটিতে দেখা যায়, অসংখ্য মানুষ মাস্ক ও ফেস শিল্ড পরে অপেক্ষা করছেন।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছ থেকে হেলথ সার্টিফিকেট পাওয়ার পর তারা বিমানবন্দরের বাইরে যেতে পারবেন।

ভিডিওর ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, বিমানবন্দর কর্তৃপক্ষ ও সরকারের কাছে অনুরোধ, হেলথ ক্লিয়ারেন্স বিভাগে আরো কাউন্টার তৈরি ও কর্মী নিয়োগ করুন।
বিমান থেকে নামার পর ঘণ্টার পর ঘণ্টা যাত্রীরা আটকে রয়েছেন।
অন্যদিকে একের পর এক ফ্লাইট ল্যান্ড করছে। এটি খুবই বেদনাদায়ক ও লজ্জাজনক পরিস্থিতি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দুবাই থেকে ফেরার পর হেলথ সার্টিফিকেটের জন্য ২ ঘন্টা অপেক্ষা করতে হয় জুহিকে।

আরও খবর
Loading...