NOVOAIR

‘ধুম ৪’-এ যে চরিত্রে আসছে দীপিকা পাড়ুকোন

বলিউড ব্লকবাস্টারে জন আব্রাহাম, হৃতিক রোশন ও আমির খানের পর এবার ‘ধুম ৪’-এ এবার চোরের ভূমিকায় দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে।
রোববার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চোর-পুলিশ খেলায় সবসময়ে চোর পুরুষই কেন হবে! নারীও তো হতে পারে।
বাস্তবে না হলেও এবার সিনেমার পর্দায় তেমনটিই দেখা যেতে পারে।
জন আব্রাহাম, হৃতিক রোশন ও আমির খানের পর এবার ধুম ফোরে চোরের ভূমিকায় দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

সম্প্রতি নতুন বছরের ছুটি কাটাতে স্বামী রণবীর সিংহের সঙ্গে রাজস্থানের রণথম্ভোর জঙ্গল থেকে ঘুরে এলেন দীপিকা।
এবার কাজ শুরুর পালা।
ভারতীয় গণমাধ্যম বলছে, এই মুহূর্তে ছবির নির্মাতাদের সঙ্গে আলোচনার পর্যায়ে রয়েছে ব্যাপারটা। কেবল এইটুকু জানা গেছে, ২০২১ সালের শেষের দিকে ফ্লোরে যাবে ‘ধুম ৪’-এর টিম।

আরও খবর
Loading...