NOVOAIR

নতুন বছরের শুরুতেই ভক্তদের সুখবর দিলেন শাহরুখ খান

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
ভিডিওটির মাধ্যমে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই বছরই পর্দায় ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।
এই অভিনেতা বলেন, ‘২০২১ সালে বড় পর্দায় আপনাদের সঙ্গে দেখা হবে।’

শাহরুখ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিরো’। ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পায় এটি। এরপর নতুন কোনো সিনেমার ঘোষণা দেননি। তবে শোনা যাচ্ছে যশরাজ ফিল্মসের ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

‘পাঠান’ সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্ধ আনন্দ। তার সর্বশেষ পরিচালিত সিনেমা ‘ওয়ার’। শাহরুখ ছাড়াও ‘পাঠান’ সিনেমায় অভিনয় করছেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন।
এতে অতিথি চরিত্রে সালমান খানকে দেখা যাবে বলে জানা গেছে।

 

 

 

আরও খবর
Loading...