পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনঃগঠন হচ্ছে। সম্প্রতি মূল মার্কেটে থেকে সরিয়ে ‘ওভার দ্য কাউন্টার’ (ওটিসিত) মার্কেটে পাঠিয়ে দেয়া কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনঃগঠন করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসি সূত্র জানায়, সিভিল অ্যাভিয়েশন থেকে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদেরকে ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্ষদে যুক্ত করার উদ্যোগ নিয়েছে বিএসইসি।
এর ফলে ইউনাইটেড এয়ার সচল হবে এবং বিনিয়োগকারীরা ক্ষতি থেকে রক্ষা পাবে বলে বিএসইসির সংশ্লিষ্ট সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে।
বিএসইসি সূত্র আরও জানায়, সম্প্রতি পুজিবাজারে তালিকাভুক্ত আরেক কোম্পানি রিংসাইন টেক্সটাইলের পরিচালনা পর্ষদ পুনঃগঠনের পর প্রতিষ্ঠানটির কারখানা চালু হয়েছে।
তারই ধারাবাহিকতায় বিনিয়োগকারীদের সার্থ রক্ষায় ইউনাইটেড এয়ারেরও পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেয় বিএসইসি।