NOVOAIR

প্রকাশ্যে এলেন জ্যাক মা

প্রযুক্তি বিশ্বে যে মানুষটি অতি পরিচিত মুখ এবং বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই বক্তৃতা দিয়ে থাকেন, গত ২ মাসের বেশি সময় ধরে সেই মানুষটিকে একবারের জন্যও জনসমক্ষে দেখা যায়নি।
গুঞ্জন ছড়িয়ে পড়ে, তিনি নিখোঁজ হয়েছেন।
বলা হচ্ছে, চীনা ধনকুবের এবং ই-কমার্স জায়ান্ট আলীবাবার প্রতিষ্ঠাতা চীনা ধনকুবের জ্যাক মা’র কথা। অনেকে সন্দেহ করেছিলেন, চীন সরকার গৃহবন্দি করে রেখেছে তাকে।

তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেখা মিলল এই ধনকুবেরের।
আজ বুধবার সকালে চীনের ১০০ জন পল্লী শিক্ষকের সঙ্গে একটি অনলাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।
ওই সম্মেলনে ছিলেন এমন কয়েকজন বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

জ্যাক মাকে সর্বশেষ দেখা গিয়েছিল সাংহাইয়ে গত অক্টোবরে অনুষ্ঠিত একটি সম্মেলনে।
ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি চীনা নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করেন।
যা ভালোভাবে নেয়নি চীন সরকার। রাষ্ট্রীয় রোষানলে পড়েন তিনি।

আরও খবর
Loading...