NOVOAIR

প্রথমবার সেরা অভিনেত্রীর সম্মান পেলেন সুস্মিতা সেন

মুঠোয় বন্দি ব্ল্যাক লেডি। ক্যামেরায় তাকে নিয়েই পোজ দিয়েছেন সুস্মিতা সেন।
ব্ল্যাক লেডির হাত ধরেই এল সুস্মিতার প্রথম সেরা অভিনেত্রীর পুরস্কার।
যে কোনও প্রথমই স্পেশ্যাল। তাই এই অ্যাওয়ার্ড সুস্মিতার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘আরিয়া’র মাধ্যমে গত বছর ওয়েব ডেবিউ করেন সুস্মিতা।
এই ওয়েব সিরিজে তার অভিনয় দর্শক মহলে প্রশংসা আদায় করে নিয়েছিল।
এখন ক্যারিয়ারের যে পর্যায়ে সুস্মিতা পৌঁছেছেন, সেখানে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন।
ডেবিউ হিসেবে ‘আরিয়া’র চিত্রনাট্য বেছে নেওয়ার ক্ষেত্রেও সময় নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
আর সে সিদ্ধান্ত যে সঠিক, তার প্রমাণ এই অ্যাওয়ার্ড। ‘আরিয়া’তে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর ‘ফিল্ম ফেয়ার ওটিটি ২০২০’ অ্যাওয়ার্ড পেলেন তিনি।

অ্যাওয়ার্ড হাতে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করে সুস্মিতা লিখেছেন, ‘ফ্রম ওয়ান ব্ল্যাক লেডি টু অ্যানাদার। অনেকটা সময় পেরিয়ে এলাম। এটা দেখাতে সত্যিই খুব ভাল লাগছে। এই সম্মানের জন্য ফিল্মফেয়ারকে অনেক ধন্যবাদ। প্রথম সেরা অভিনেত্রীর পুরস্কার পেলাম।’ ফিল্মফেয়ার ছাড়াও ফিল্ম ক্রিটিক গিল্ডের তরফে আরিয়ার জন্য ক্রিটিক্যালি অ্যাক্লেমড অভিনেতার সম্মান পেয়েছেন সুস্মিতা।

আরও খবর
Loading...