NOVOAIR

বিমানের ভাড়া কমানোর তাগিদ সংসদীয় কমিটির

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া কমানোর তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।
বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেসব কর্মীদের চাকরি চলে গেছে, তাদের দেশে ফেরত আনার ব্যাপারে সরকারের কাছ থেকে বিশেষ প্রণোদনা আদায়ের বিষয়ে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও খবর
Loading...