NOVOAIR

‘বিশ্বে অভিবাসন কমেছে ৩০ শতাংশ’

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্বব্যাপী অভিবাসন কমেছে প্রায় ৩০ শতাংশ।
২০১৯ সালের তুলনায় ২০২০ সালে অভিবাসন কমেছে প্রায় ২০ লাখ।
জাতিসংঘের এক প্রতিবেদনের বরাতে বাসস জানিয়েছে, ২০২০ সালে বিশ্বে প্রায় ২৮ কোটি ১০ লাখ লোক নিজ দেশ ছেড়ে অন্য দেশে আবাস গড়েছে।
শুক্রবার প্রকাশিত জাতিসংঘ রিপোর্টে এ কথা বলা হয়েছে।

‘আন্তর্জাতিক অভিবাসন ২০২০’ শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিবন্ধিত দুই-তৃতীয়াংশ অভিবাসী মাত্র ২০টি দেশে বসবাস করছে।
এর মধ্যে ২০২০ সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক ৫ কোটি ১০ লাখ অভিবাসী বাস করছে। জার্মানীতে ১ কোটি ১৬ লাখ, সউদী আরবে ১ কোটি ৩০ লাখ, রাশিয়ায় ১ কোটি ২০ লাখ এবং ব্রিটেনে ৯০ লাখ অভিবাসী রয়েছে।

 

 

 

আরও খবর
Loading...