NOVOAIR

ভিরাট কোহলি-আনুশকার ঘর আলো করে এল কন্যা সন্তান

কন্যা সন্তান নাকি সৌভাগ্যের প্রতীক। ভিরাট কোহলি আর আনুশকা শর্মার ঘরে প্রথম সন্তানই এল সৌভাগ্য হয়ে।
সোমবার বিকেলে মুম্বাইয়ে কন্যা সন্তান জন্ম দিয়েছেন আনুশকা।

বাবা হবেন বলে আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন কোহলি।
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার সফরের প্রথম টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে ভারতে ফিরে আসেন তিনি।

খেলার চেয়ে স্ত্রীর এই কঠিন সময়ে পাশে থাকাটাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন ভারতীয় দলপতি।
এ নিয়ে বেশ সমালোচনাও হয়েছে।
কিন্তু প্রথম সন্তান আসছে পৃথিবীতে, সমালোচনায় কান দেয়ার সময় কই!

গর্ভবতী স্ত্রীকে এক মুহূর্তের জন্যও একা থাকতে দিতে রাজি হননি কোহলি।
গত কয়েকদিনে বেশ কয়েকবার হাসপাতালে আসা-যাওয়া করতে দেখা গেছে এই যুগলকে।
অবশেষে আসল সুখবর।

আরও খবর
Loading...