NOVOAIR

শোয়েব মালিক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে

পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন। দুর্ঘটনায় বিলাসবহুল স্পোর্টস কারের সামনের অংশ পুরোটা ধ্বসে গেলেও, শোয়েব অক্ষত আছেন বলে জানা গেছে।

রোববার (১০ জানুয়ারি) রাতে পাঞ্জাবে পাকিস্তান সুপার লিগ-পিএসএলের ড্রাফট শেষে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

জানা গেছে, ন্যাশনাল হাইপারফরম্যান্স সেন্টারের সামনের একটি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে তার স্পোর্টস কারটি। ঘটনাস্থলে থাকা ৪ থেকে ৫ জন মানুষ জানিয়েছেন, স্পোর্টস কার চালাতে অভ্যস্ত না হওয়ায় গতি নিয়ন্ত্রণ করতে না পেরে দুর্ঘটনা ঘটিয়েছেন শোয়েব মালিক। এসময় তার সঙ্গে পাকিস্তানের আরেক ক্রিকেটার ওয়াহাব রিয়াজও ছিলেন।

এই বিষয়ে এখনো কোন মন্তব্য করতে রাজি হন নি ৩৮ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার।

পাক গণমাধ্যম জিও নিউজ বলছে, দুর্ঘটনায় শোয়েবের দোষই ছিল বেশি। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, লাল রংয়ের নতুন স্পোর্টস কারটি নিয়ে বেশ জোরে চালিয়ে যাচ্ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। তবে গতি নিয়ন্ত্রণ করতে পারেন নি তিনি। ফলে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায় সেটি।

সে সময় অনেকে ভিডিও করতে চাইলেও, শোয়েব মালিক তাদেরকে ভিডিও না করতে অনুরোধ করেন। যদিও বেশকিছু ভিডিও ক্লিপ এরইমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই ঘটনায় এখনো মুখ না খুললেও, পাকিস্তানী গণমাধ্যমগুলো জানিয়েছে শোয়েব মালিক সুস্থ আছেন।

আরও খবর
Loading...