NOVOAIR

সমালোচনার মুখে অভিনেত্রী নুসরাত ফারিয়া

ঢালিউডের হটেস্ট ডিভা অভিনেত্রী নুসরাত ফারিয়া।
বরাবরই থাকেন আলোচনার শীর্ষে।
বিভিন্ন কারণে সমালোচকদের আক্রমণের শিকার হয়েছেন বহুবার।
এছাড়া পোশাকের কারণে প্রায়ই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন এ সুন্দরী।
এবারও তাই হলো।

নিজের অফিসিয়াল ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন ফারিয়া।
মুখে মাস্ক পরা ওই ছবিতে নুসরাতকে জিমের পোশাকে দেখা গেছে।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হয়েন ইন ডাউট..ওয়ার্কআউট..’ তার সঙ্গে দিয়েছেন আগুনের ইমোজি।

ছবিটি শেয়ার করার পর হুমড়ি খেয়ে পড়েছে নেটিজেনরা।
মুহূর্তে ৭০ হাজার লাইক, ১২ হাজার কমেন্ট এবং ১৮৬ শেয়ার ছাড়িয়ে গেছে নুসরাতের ছবিটির। কমেন্টসগুলোর মধ্যে অধিকাংশই ছিলো নেতিবাচক। এ ধরনের পোশাকের ব্যাপক সমালোচনা করেছেন মন্তব্যকারীরা।

সমালোচনা হয়ত চোখে পড়েছে নায়িকারও।
ওয়েস্টার্ন লুকে আরও একটি ছবি শেয়ার করেছেন তিনি।
তার ক্যাপশনে লিখেছেন, ‘সামথিং স্পাইসি কামিং সুন..।’

আরও খবর
Loading...