NOVOAIR

সমুদ্রে ডুবে যাওয়ার আগ পর্যন্ত সচল ছিল ইন্দোনেশিয়ার সেই বিমানটি

গত সপ্তাহে সমুদ্রে বিধ্বস্ত হওয়া শ্রীবিজয়া বিমানের ফ্লাইট ডাটা রেকর্ডার থেকে তথ্য সফল ভাবে ডাউনলোড করেছে ইন্দোনেশিয়ার তদন্তকারী সংস্থা, শুক্রবার এমনটাই জানিয়েছে দেশটির পরিবহন সুরক্ষা সংস্থা।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, ইন্দোনেশিয়ার জাতীয় পরিবহন সুরক্ষা কমিটি (কেএনকেটি) একটি বিবৃতিতে বলে, রেকর্ডারটিতে ৩৩০ প্যারামিটার রয়েছে এবং সবগুলি ভাল অবস্থায় আছে।

প্যারামিটারগুলোতে সাধারণত বিমানের রুট,গতি, ইঞ্জিনের শক্তি এবং ফ্ল্যাপস কনফিগারেশন সহ বিভিন্ন সিস্টেম থেকে রেকর্ড করা তথ্য সংগৃহীত থাকে।
প্যারামিটার থেকে উদ্ধারকৃত তথ্য থেকে জানা যায়, ৬২ জন যাত্রী নিয়ে ৯ ই জানুয়ারী জাকার্তা থেকে যাত্রা শুরু করার কয়েক মিনিটের পরে ২৬ বছরের পুরনো বোয়িং কো ৭৩৭-৫০০ মডেলের বিমানটি ধ্বংস হয়।

আরও খবর
Loading...