আফরান নিশো-মেহজাবীনের গজদন্তিনী সবার শীর্ষে

এ বছরের ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বেশ কয়েকটি নাটক তৈরি করেছিলেন পরিচালকরা। এগুলো প্রকাশের এক সপ্তাহ পেরিয়ে গেছে। আর শুরু হয়েছে ভিউ কিংবা সমালোচক বিচারে এগিয়ে থাকা কাজগুলোর হিসাব-নিকাশ। প্রকাশের সাত দিনের মাথায় ইউটিউবে এখন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে মিজানুর রহমান আরিয়ানের নাটক ‘গজদন্তিনী’। নাটকটির ভিউ ২৮ লাখ ছাড়িয়েছে, যা এবারের ভ্যালেন্টাইনস ডে’তে উš§ুক্ত হওয়া নাটকগুলোর মধ্যে সবার শীর্ষে। আফরান নিশো-মেহজাবীন চৌধুরী অভিনীত এ নাটকটির চিত্রনাট্য ও নির্মাণশৈলী নিয়েও রয়েছে সমালোচকদের উচ্ছ্বাস। অনেকেই বলছেন, এমন বুদ্ধিবৃত্তিক নির্মাণ অনেক দিন দেখা যাচ্ছিল না নাট্যাঙ্গনে। এরই মধ্যে নির্মাতা আরিয়ানকে অনেকেই শুভেচ্ছাও জানিয়েছেন। এমন সফলতায় আরিয়ান বেশ আনন্দিত। এ বিষয়ে আরিয়ান বলেন, এ বছরের ভ্যালেন্টাইনস ডে’তে আমি চারটি কাজ করেছি। যার মধ্যে সবচেয়ে প্রিয় কাজ ছিল ‘গজদন্তিনী’। সেটি আমি নির্মাণের সময়েই বলেছি। কাজটির প্রতি সবার সমর্থন দেখে আমার মনে হয়েছে, নাটকের চিত্রনাট্য আর নির্মাণের পথটিকে আরও সুগম করল। এটিই বড় স্বস্তির জায়গা। এদিকে ভিউ’র বিচারে গজদন্তিনীর পরই রয়েছে কাজল আরিফিন অমির ‘স্যার আই লাভ ইউ’। যার ভিউ ২৪ লাখ ৮১ হাজার। এতেও অভিনয় করেছেন আফরান-মেহজাবীন। এরপর মহিদুল মহিমের ‘ফ্যাশন’ আছে তৃতীয় স্থানে, যার ২৪ লাখ ১১ হাজার ভিউ। এতে অভিনয় করেছেন অপূর্ব-মেহজাবীন। অন্যদিকে মহিদুল মহিমের আরেকটি নাটক ‘হদয় ভাঙ্গা ঢেউ’। এটির ভিউ ২২ লাখ ৩৭ হাজার। এতে অভিনয় করেছেন আফরান-মেহজাবীন। এদিকে ১৯ লাখ ৭৪ হাজার ভিউ নিয়ে অপেক্ষায় রয়েছে মিজানুর রহমান আরিয়ানের আরেকটি নাটক ‘চারুর বিয়ে’। সিএমভি প্রযোজিত এ নাটকে অভিনয় করেছেন অপূর্ব-মেহজাবীন। এ বছরের ভ্যালেন্টাইনস উৎসবে এগিয়ে আছেন ছোটপর্দার বড় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। এদিকে ভ্যালেন্টাইনস উৎসবের ব্যস্ততা সামলে এর মধ্যেই মাঠে নেমেছেন এ নির্মাতা। হাতে রয়েছে পয়লা বৈশাখ আর ঈদের প্রজেক্ট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.