আমাকে বরখাস্ত না করলে ম্যানসিটিতেই থাকবো: পেপ

গত দুই মৌসুমে টানা প্রিমিয়ার লিগ শিরোপা জয়। এছাড়াও আরো গোটা পাঁচেক শিরোপা নিজের নামের পাশে যুক্ত করেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। অথচ তিনি বরখাস্ত হবেন কি হবেন না এমন গুঞ্জণ বাতাসে ভাসছে!

চলতি মৌসুমে শিরোপা দৌড় থেকে প্রায় ছিটকে গেছে ম্যানসিটি। তার উপর অর্থ কেলেঙ্কারিতে দুই বছরের জন্য চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে ক্লাবটি। এমন অবস্থায় গার্দিওলাকে রাকা্ হবে কি না সে প্রশ্ন ভাসছে ইংলিশ গণমাধ্যমে। তবে এসব নিয়ে একদম ভাবছেন না গার্দিওলা।

প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামকে ২-০ গোলে হারানো ম্যাচ শেষে গণমাধ্যমে গার্দিওলা বলেন, ‘মাঠের বাইরে কি ঘটছে সেটি নিয়ে আমি বা আমরা ভাবছি না। আমরা মাঠে নিজেদের পেশাদারিত্ব বজায় রাখতে চাই।’ এছাড়াও ম্যানসিটির কোচিং পদে থাকা না থাকা নিয়ে স্প্যানিশ এ কোচের মত, ‘তারা আমাকে বরখাস্ত করলে আলাদা কথা। নতুবা আমি এ ক্লাবে থাকবো। আমি এ ক্লাবকে ভালোবাসি। আমি এখানে থাকতে চাই। যাই ঘটুক এটা আমার ক্লাব।’

এদিকে উয়েফা যে কারণে ম্যানসিটিকে নিষিদ্ধ করেছে। তার বিপক্ষে আপিল করেছে ক্লাব কর্তৃপক্ষ। গার্দিওলা বিশ্বাস করেন সিটি আপিলে জিতবে। এ কোচ বলেন, ‘সত্য শেষ পর্যন্ত বেরিয়ে আসবে। সিটি কর্তৃপক্ষ আমাকে সব বলেছে। আমি বিশ্বাস করি, সব সমাধান হবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.