ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

বিগত ২০১৫ সালে ছয়-জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি নবায়নে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।
রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলমান নিষেধাজ্ঞা তুলে না নিলে কোনো ধরনের সমঝোতায় যাবে না তারা।

গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে চুক্তিটি নবায়নে বিষয়ে দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইরানের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানান।

তবে শর্তজুড়ে দেয়া হয়, কেবল চুক্তিতে ফিরে এলেই এ পদক্ষেপ নেয়া হবে।
এরই পাল্টা জবাবে ইরান জানায়, নিষেধাজ্ঞা তুলে নেয়ার আগে কোনো রকম আলোচনায় বসবে না তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.