ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাখ্যাত

ইরানের ওপর বৈশ্বিক অস্ত্র নিষেধাজ্ঞায় মার্কিন যুক্তরাষ্ট্রের তোলা প্রস্তুাবটি প্রত্যাখ্যাত হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে।
এছাড়া তেহরানের ওপর আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা ফিরিয়ে নিতে বিশ্ব নেতাদের প্রতি এক সম্মেলনের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (১৪ আগস্ট) নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটিতে শুধু ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র ডোমিনিকান রিপালিক সম্মতি দেয়।
ইরানের ওপর বৈশ্বিক অস্ত্র নিষেধাজ্ঞার জন্য ৯টি দেশের ভোটের প্রয়োজন ছিল।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের দেশের মধ্যে এদিন ১১টি রাষ্ট্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি ছিল না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.