কঠোর নজরদারিতে শাহ আমানত বিমানবন্দর

কঠোর নজরদারিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।
এতে কমে গেছে স্বর্ণ পাচারকারীদের দৌরাত্ম্য। বৈধপথে স্বর্ণ আনার হার বেড়ে গেছে।

সেখানে কর্তব্যরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দাসহ (এনএসআই) তিনটি সংস্থার কঠোর নজরদারি বাড়ানোর কারণে বৈধপথে স্বর্ণের বারবাবদ শুল্ক আরোপ বৃদ্ধি পেয়েছে।
ফলে সরকারের রাজস্ব আয়ও বেড়েছে।

জানা যায়, শুধু গত নভেম্বর মাসেই বৈধপথে স্বর্ণের বার আনাবাবদ ১৮ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে।
এ বিমানবন্দর দিয়ে যাত্রীরা নভেম্বর মাসে ৯ হাজার ৩৬৭টি স্বর্ণবার বৈধপথে নিয়ে এসেছেন।
এর আগে কখনোই একমাসে এত স্বর্ণের বার বৈধ করার নজির নেই শাহ আমানত বিমানবন্দরে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.