করোনাভাইরাসে ফ্রান্সের নতুন রেকর্ড

মহামারি করোনার বিষে বিষাক্ত পুরো বিশ্ব।
প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
এই পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ২১৫ জনের দেহে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, দেশটিতে দৈনিক আক্রান্তের এই সংখ্যাটি নতুন রেকর্ড গড়েছে।
এ নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বার ১০ হাজারের বেশি রোগী শনাক্ত হলো ফ্রান্সে।

ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ২৪৯ জনে।
গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫৪ জন। তিন মাসের মধ্যে এটাই একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

সংক্রমণ প্রতিদিন বাড়তে থাকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল ও শহরে করোনার বিধিনিষেধ কঠোর করা হয়েছে।
ফ্রান্সের নাইস শহরে কোন জনসমাগম ১০ জনের বেশি হবে না।
বন্ধ করে দেওয়া হয়েছে পানশালা। একই পদক্ষেপ নেওয়া হয়েছে দেশটির মার্সেই ও বোর্দোয়াতে অঞ্চলে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.