খার্তুমে বিমান, তবে কি সুদানকে পাশে পাচ্ছে ইসরায়েল?

ইসরায়েলের একটি যাত্রীবাহী বিমান সুদানের রাজধানী খার্তুম বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম পার্সটুডে।
একাধিক ইসরাইলি সূত্রের বরাত দিয়ে তারা এ তথ্য প্রকাশ করেছে।
আরব আমিরাত ও বাহরাইনকে অনুসরণ করে সুদানও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে বলে যখন ব্যাপক জল্পনা চলছে তখন এ খবর প্রকাশিত হলো।

ইসরায়েলের ওয়াল্লা নিউজের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাতোলি জানায়, সাধারণত পদস্থ ইসরায়েলি কর্মকর্তারা ব্যবহার করেন এমন একটি বিমান সম্প্রতি খার্তুম বিমানবন্দরে অবতরণ করে এবং কয়েক ঘণ্টা অবস্থানের পর সেটি ওই বিমানবন্দর ত্যাগ করে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যখন সুদান সম্পর্কে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন তখন ইসরায়েলি বিমানটি খার্তুম বিমানবন্দরে অবস্থান করছিল।

এদিকে সুদান জানিয়েছে, কালো তালিকা থেকে বাদ দেয়ার বিষয়টিকে তেল আবিবের সঙ্গে সম্পর্ক করার সঙ্গে সম্পর্কযুক্ত করে দেয়া ঠিক হবে না।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.