খাশোগি হত্যায় সৌদি যুবরাজের বিচার নিয়ে জো বাইডেনের ঘোষণা আসছে

তুরস্কে সৌদি আরবের দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগিকে খুনের অপরাধে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের বিচার করা হবে কিনা তা সোমবার (০১ মার্চ) জানাবে বাইডেন প্রশাসন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ প্রসঙ্গে বলেছেন, তার প্রশাসন সৌদি আরবকে নিয়ে সোমবার একটি ঘোষণা দিতে যাচ্ছে।
সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের নির্দেশে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয় বলে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করার পর এ বিষয়ে ঘোষণা দিতে যাচ্ছে ওয়াশিংটন।

যুবরাজকে শাস্তি দেওয়ার বিষয়ে জানতে চাইলে বাইডেন বলেন, সৌদি আরবের সঙ্গে সাধারণভাবে যা করতে যাচ্ছি সে বিষয়ে সোমবার একটি ঘোষণা দেওয়া হবে।
এই ঘোষণার বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
তবে হোয়াইট হাউজের এক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, গুরুত্বপূর্ণ কোনও পদক্ষেপের প্রত্যাশা করা হচ্ছে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.