তুরস্কের পূর্বাঞ্চলে লেকভ্যান নদীতে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিহত ৬

তুরস্কের পূর্বাঞ্চলে ইরান সীমান্তের লেকভ্যান নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ছয় অভিবাসী প্রত্যাশীর লাশ উদ্ধার করেছে সে দেশের পুলিশ।

নৌকাটিতে ৫৫ থেকে ৬০ জন অভিবাসী প্রত্যাশী ছিলেন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে। উদ্ধার অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

গত ২৭ জুন নৌকাটি ঝড়ের কবলে পড়ে হারিয়ে যায়। নিহতদের মধ্যে ‘একাধিক বাংলাদেশি’ থাকতে পারেন বলে জানিয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লুর বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নৌকাডুবির ঘটনায় নিহতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক রয়েছেন।

ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে তুরস্কের এ এলাকা দিয়ে অভিবাসীপ্রত্যাশীরা প্রায়ই জীবনের ঝুঁকি নেন। এই নৌকায় ৫৫ থেকে ৬০ জন মানুষ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সবাইকে এখনও উদ্ধার করা যায়নি। আরও লাশ উদ্ধারের সম্ভাবনা রয়েছে।

পূর্বপ্রদেশে সংবাদ সম্মেলনে সয়লু সাংবাদিকদের বলেন, ‘মানবপাচারে জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।’
গত ডিসেম্বরে এই একই নদীতে ৭০ জনকে নিয়ে আরেকটি নৌকা ডুবে যায়। তখন ৭ জন মারা যান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.