নবজাতকের দেহে করোনাভাইরাসের অ্যান্টিবডি!

গত মার্চে মহামারি করোনা আক্রান্ত হন সিঙ্গাপুরের এক অন্তঃসত্ত্বা নারী।
চলতি মাসে তিনি শিশুর জন্ম দিয়েছেন।
শিশুটির শরীরে করোনার অ্যান্টিবডি পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির এক গণমাধ্যম।

বার্তা সংস্থা রয়টার্সের রোববারের প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, নবজাতকের দেহে করোনার অ্যান্টিবডি পাওয়ার পর মায়ের মাধ্যমে শিশুর দেহে করোনা সংক্রমণের বিষয়টি সামনে উঠে এসেছে।

দেশটির দৈনিক স্ট্রেইট টাইমস রোববার ওই মায়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, চলতি মাসে শিশুটির জন্ম হয়। নবজাতকের দেহে করোনার অ্যান্টিবডি পাওয়া গেলেও কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়নি।

স্ট্রেইট টাইমসকে সেলিন এনজি-চ্যান নামের ওই নারী বলেন, ‘গর্ভাবস্থায় আমার কোভিড-১৯ অ্যান্টিবডি আমার ছেলের কাছে গেছে বলে ধারণা করছেন চিকিৎসকরা।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.