নুরে হেলাল সাইফুর রহমান হলেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত

সরকার দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে নুরে হেলাল সাইফুর রহমানকে নিয়োগ দিয়েছেন। বর্তমানে তিনি পাকিস্তানের করাচিতে উপ হাইকমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৬ জুন) এ তথ্য জানানো হয়।

নুরে হেলাল সাইফুর রহমান কূটনৈতিক জীবনে ইসলামাবাদ, প্যারিস, সিঙ্গাপুর ও কুয়েতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি মহাপরিচালক (আফ্রিকা), মহাপরিচালকসহ (বহিরাগত প্রচার) বিভিন্ন শাখায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। পাশাপাশি তিনি সিঙ্গাপুরের নান্যাং টেকনোলজিকাল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ব্যবসায় প্রশাসন (এমবিএ) সম্পন্ন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের এমআইটিতে ‘আন্তর্জাতিক পরিচালন কর্মসূচিতে’ অংশ নেন এবং ২০১৩ সালে বাংলাদেশে জাতীয় প্রতিরক্ষা কোর্সও (এনডিসি) সম্পন্ন করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.