পাকিস্তানের বিধ্বস্ত বিমান হতে ৮০ জনের মৃতদেহ উদ্ধার, আরো মৃত্যুর শঙ্কা

গতকাল শুক্রবার বিকেলে পাকিস্তানের করাচি বিমানবন্দরের কাছে জনবহুল এলাকায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমান থেকে অন্তত ৮০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। করাচির স্বাস্থ্য কর্মকর্তাদের আশঙ্কা, ভেঙে পড়া বিমানে মোট একশ সাতজন যাত্রীর মধ্যে আরো অনেকেই মারা গিয়ে থাকতে পারেন।

লাহোর বিমানবন্দর থেকে গতকাল বিকেলে রওনা হয়েছিল পিআইএ-র ওই এয়ারবাস-এ-৩২০ বিমানটি। করাচিতে জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে নামার মিনিট খানেক আগে সেটি মিলারের মডেল টাউন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। বেসামরিক বিমান কর্মকর্তারা জানিয়েছেন, বিমানের ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটির জন্য দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, অবতরণের আগে এটি ভবনে ধাক্কা লাগে এবং জমিনে থাকা ব্যক্তিদের ওপর আঘাত হানে। এতে মাটিতে থাকা মানুষও মারা গেছে।

অন্তত দু’জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া মোট ১৭ জনকে চিহ্নিত করা গেছে।

এর আগে বিমানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আরশাদ মালিক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, ব্যাংক অব পাঞ্জাবের চিফ এক্সিকিউটিভ অফিসার জাফর মাসুদ বেঁচে আছেন। আর কেউ জীবিত উদ্ধার হননি।

কিন্তু মোহাম্মদ নামের আরেক ব্যক্তি ওই বিমানেই ছিলেন। তিনিও বিস্ময়করভাবে বেঁচে গেছেন। উদ্ধারকাজ চালাতে আরো সময় লাগবে।

দমকল বাহিনীর সঙ্গে মিলে স্থানীয়রা মরদেহ উদ্ধারের চেষ্টা করছেন।

দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটলো, যখন পাকিস্তানের মুসলমানরা রমযান শেষে ঈদুল ফিতরের জন্য প্রস্তুতি নিচ্ছিল।

সূত্র : এএফপি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.