ফিলিপাইনের শিক্ষাপ্রতিষ্ঠান করোনার টিকা না এলে বন্ধই থাকবে

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে জানিয়েছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা না আসা পর্যন্ত স্কুল ও কলেজ খুলে দেয়া হবে না।

সোমবার (২৫ মে) টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যেখানে শিক্ষার্থীরা একে অন্যের কাছাকাছি যাওয়ার শঙ্কা থাকবে, সেই পরিস্থিতিতে টিকা ছাড়াই আমি বিদ্যালয় খুলে দেবো না।

রদ্রিগো দুতার্তে মনে করেন, টিকা ছাড়া বাচ্চাদের স্কুলে পাঠানোর বিষয়টি বড় ধরনের বিপর্যয়ে ফেলে দেয়ার সমান।

তিনি আরও জানান, আমি মনে করি টিকা সবার আগে দরকার। যদি টিকা চলে আসে, তাহলে খুলে দেবো। এমনকি একজনও যদি স্নাতক না হতে পারে, টিকা না এলে বন্ধই থাকবে (শিক্ষা প্রতিষ্ঠান)।

এখন পর্যন্ত ফিলিপাইনে ১৪ হাজার ৬৬৯ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৮৮৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৫০।

সূত্র: আল-জাজিরা

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.