বাংলাদেশিসহ ইইউ নাগরিকদের যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার সুযোগ

ব্রেক্সিট কার্যকরের পর ব্রিটেনে বসবাসের স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছেন বহু ইউরোপীয় নাগরিক।
এদের মধ্যে অনেকেই যুক্তরাজ্যে বসবাস করলেও তাদের পরিবার থাকেন ইউরোপে।
ব্রেক্সিট বাস্তবায়নের ফলে পরিবার নিয়ে এসব ইউরোপীয় নাগরিকের যুক্তরাজ্যে বসবাস কঠিন হয়ে পড়লেও এখনও এই সুযোগ পুরোপুরি শেষ হয়ে যায়নি বলে মনে করছেন অনেকে।

গেল তিন থেকে চার বছরে ইতালি, স্পেন, পর্তুগালসহ বিভিন্ন দেশের ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি বংশোদ্ভূত ইউরোপীয় নাগরিক পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছেন যুক্তরাজ্যে।
অনেকেই আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করলেও পরিবার থাকেন ইইউভুক্ত বিভিন্ন দেশে।
তবে ব্রেক্সিট বাস্তবায়ন এবং চলমান কোভিড পরিস্থিতির কারণে নতুন করে ওইসব দেশ ছেড়ে পরিবার নিয়ে যুক্তরাজ্যে স্থায়ী হয়ে ওঠা হয়নি অনেকের।

এবার তাদের জন্য সুখবর, আগামী ৩০ জুনের মধ্যে বাংলাদেশসহ পৃথিবীর যেকোনো দেশের নাগরিক, ব্রিটেনে বসবাসরত ইইউ নাগরিক তাদের পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্কের সঠিক প্রমাণসহ আবেদন করে পেতে পারেন দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ, যা ‘প্রি সেটেলমেন্ট’ নামে পরিচিত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.