বাংলাদেশের কাছে ব্যান্ডউইথ চাইছে ভুটান

বাংলাদেশের কাছ থেকে ব্যান্ডউইথ নিতে চায় ভুটান।বুধবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে এক ওয়েবিনারে এই আগ্রহের কথা জানান ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি ।ভুটান রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশ ভুটানের পরিক্ষিত বন্ধুই নয়, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার।
এ সময় তাঁর দেশ বাংলাদেশ হতে ব্যান্ডউইথ আমদানি করতে চায় বলে জানান তিনি।
মোস্তাফা জব্বার ভুটানে ব্যান্ডউইডথ রপ্তানির ব্যাপারে সম্ভাব্য সব প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
ওয়েবিনারে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে ইন্টারনেটসহ টেলিযোগাযোগ ক্ষেত্রে কারিগরি ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.