বাইবেলের মসিহ ডোনাল্ড ট্রাম্প?

বাইবেলের মসিহ ডোনাল্ড ট্রাম্প?

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পরিবর্তন আসছে এবং সম্প্রতি সেই পরিবর্তনটি চোখে আঙ্গুল দিয়ে তিনি নিজেই দেখিয়ে দিচ্ছেন। সম্প্রতি তিনি দাবি করেছেন, যে কোনো মার্কিন প্রেসিডেন্টের তুলনায় তার অর্জন সবচেয়ে বেশি। এবার তিনি ‘মসিহ’(ত্রাণকর্তা-যীশুকে দেওয়া উপাধি) ভাষায় কথাবার্তা বলতে শুরু করেছেন।
চীনের সঙ্গে বাণিজ্য অসমতা দূর করতে ঈশ্বর তাকে মনোনয়ন করেছেন দাবি করে ট্রাম্প বলেছেন, ‘আমিই হচ্ছি সেই মনোনীত।’
ট্রাম্প অবশ্য এখানেই থামেন নি। তিনি নিজেকে ইহুদি ধর্মগ্রন্থে ঈশ্বরের প্রতিশ্রুত ‘ইসরায়েলের রাজা’ বলেও দাবি করেছেন।
রক্ষণশীল লেখক, ষড়যন্ত্র তাত্ত্বিক ও ট্রাম্পের কট্টোর সমর্থক ওয়েনি অ্যালিন রুট নিউজ ম্যাক্স টিভিতে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে বাইবেলে বর্ণিত প্রতিশ্রুত মসিহ এর সঙ্গে তুলনা করেছেন।
ওয়েনির উদ্বৃতি দিয়ে ট্রাম্প বুধবার পৃথক টুইটে বলেছেন, ‘অত্যন্ত সুন্দর কথার জন্য ওয়েনি অ্যালিন রুটকে ধন্যবাদ। প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের ইতিহাসে ইহুদি ও ইসরায়েলের জন্য সবচেয়ে মহান প্রেসিডেন্ট, তিনি কেবল আমেরিকার জন্য নয়, বিশ্বের ইতিহাসে ইসরায়েলের জন্যও সবচেয়ে সেরা প্রেসিডেন্ট…এবং ইসরায়েলের ইহুদিরা তাকে ভালোবাসে…যেন তিনি ইসরায়েলের রাজা। তারা তাকে এমনভাবে ভালোবাসে যেন তিনি দ্বিতীয়বার পৃথিবীতে আসা ঈশ্বর। তবে আমেরিকান ইহুদিরা তাকে চেনে না অথবা তাকে পছন্দ করে না। এমনকি তারা কী করছে বা কী বলছে তাও তারা জানে না।’
বাইবেলে ক্রুশে চড়ানোর পর ইুহুদি নেতারা ঠাট্টা করে যীশুকে ইসরায়েলের নেতা বলেছিলেন। ম্যাথিউ লিখিত সুসমাচারে (২৭:৪২) বলা হয়েছে, ‘তিনি ইসরায়েলের রাজা!তাকে ক্রুশ থেকে নিচে আসতে দাও এবং আমরা তার ওপর বিশ্বাস স্থাপন করব।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.