বড়দিনের আগেই ভ্যাকসিন সরবরাহের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

চলতি বড়দিনের আগেই ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরুর জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ২৭ জাতিগোষ্ঠীর ইউরোপীয় ইউনিয়ন।
এরইমধ্যে ছয়টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন সরবরাহকারীর সঙ্গে চুক্তি করেছে ইইউ।
চলছে আরও একটি চুক্তির কাজ।

২০২১ সালের শুরু থেকেই মডার্নার ভ্যাকসিন উৎপাদন শুরু করবে স্পেন। একইসঙ্গে জানুয়ারি থেকেই সাধারণ মানুষকে ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
গ্রীষ্মের আগেই দেশটির ৪ কোটি ৭০ লাখ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনার কথাও জানানো হয়।

বাজারে প্রতিযোগিতায় থাকা করোনার ভ্যাকসিন আগামী ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেয়ার আশা করছে কানাডা।
আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে ভ্যাকসিন দেয়া শুরু করার আশা করা হচ্ছে।
আগামী সেপ্টেম্বরের মধ্যেই দেশটির অধিকাংশ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.