ভারতে মাত্র ২,৩৭০ টাকায় বিদেশ যাত্রার সুযোগ আনছে মোদি সরকার

ভারতে মাত্র ২,৩৭০ টাকায় বিদেশ যাত্রার সুযোগ আনছে মোদি সরকার।

এবার ভারতের গুয়াহাটি বিমানবন্দর থেকেই সরাসরি চলবে ঢাকা ও ব্যাংককের বিমান৷ মোদি সরকারের UDAN(উড়ে দেশ কা আম নাগরিক) স্কিম এই দুটি আন্তর্জাতিক রুটে বিমান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

উড়ান স্কিমের আওতায় দেশের ছোট শহরগুলি থেকে মোট ৫টি আন্তর্জাতিক রুটে সস্তায় বিমান চালানোর প্রস্তাব আনা হয়েছিল৷ যার মধ্যে ছিল সিঙ্গাপুর, কুয়ালালামপুর(মালয়শিয়া), ঢাকা(বাংলাদেশ), ইয়াংগন(মায়ানমার) ও কাঠমান্ডু(নেপাল)৷ বিমান পরিবহণ দফতরের খবর অনুযায়ী এই দুটি গন্তব্যের জন্যই সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে বিমান সংস্থাগুলি৷ গুয়াহাটি-ব্যাংকক রুটে ৪,৪০০ টাকায় ও গুয়াহাটি-ঢাকা রুটে ২,৩৭০ টাকায় কাটা যাবে বিমানের টিকিট৷ তবে শুধমাত্র সীমিত সিটেই থাকবে এই সুযোগ৷ কোনও বিশেষ বিমান সংস্থাকেও এই দুই রুটের জন্য একচ্ছত্র সুযোগ দেওয়া হবে না৷ ২০১৬-র অক্টোবরে উড়ান স্কিমার আওতায় ছোট শহরগুলোর মধ্যে ১ ঘণ্টার উড়ানের জন্য ২,৫০০ টাকার টিকিট ধার্য করা হয়৷ ২০১৭-র মার্চে ৫টি বিমান সংস্থাকে দেশের মধ্যে মোট ১২৮টি রুটে বিমান চালানো বাধ্যতামূলক করা হয়েছে৷ দ্বিতীয় পর্যায়ে ২০১৮-র জানুয়ারিতে ১৫টি বিমান সংস্থাকে ৩২৫টি রুটে বিমান চালানো বাধ্যতামূলক করা হয়৷

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.