ভূতুড়ে ফ্লাইটের টিকিট বিক্রি করছে বিমানসংস্থাগুলি!

করোনার জেরে জোর ধাক্কা খেয়েছে গণপরিবহণ। বিশেষ করে, মন্দায় ধুঁকতে থাকা বিমানসংস্থাগুলির অবস্থা হয়ে উঠেছে শোচনীয়।
লকডাউন পর্বে বিক্রি হওয়া টিকিটের দাম এখনও গ্রাহকদের ফেরত দেয়নি ভারতের বিমানসংস্থা গুলো। এহেন সংকটকালে যাত্রীদের কাছে ‘ভূতুড়ে ফ্লাইটেরে’ টিকিট বিক্রি করার অভিযোগ উঠেছে ভারতের একাধিক বেসরকারি বিমানসংস্থার বিরুদ্ধে।

না, বিমানগুলিতে ভূতের উপদ্রব নেই। কোনও অলৌকিক ঘটনার কথাও বলা হচ্ছে না এখানে। এক্ষেত্রে ‘ভূতুড়ে ফ্লাইট’ বলতে
এমন বিমানের কথা বলা হচ্ছে যেগুলির আদতে অস্তিত্বই নেই। অন্তত, যাত্রীরা তেমনটাই অভিযোগ করছেন।
তাঁদের অভিযোগ, অস্তিত্বহীন বিমানের ভুয়ো রুটের টিকিট বিক্রি করে তাঁদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।
এমনই এক ঘটনার শিকার হয়েছেন শচীন শেট্টি নামের জনৈক যাত্রী। এক সর্বভারতীয় সংবাদমধ্যমকে তিনি

জানিয়েছেন, মুম্বই থেকে ব্যাঙ্গালুরু যাওয়ার জন্য জুনের মাঝামাঝি ননস্টপ ফ্লাইটের তিনটি টিকিট কেটেছিলেন তিনি। জুলাই মাসের ৫ তারিখ তাঁর রওনা দেওয়ার কথা ছিল। তাই ঝুঁকি না নিয়ে, আগেভাগেই টিকিট কেটে ফেলেছিলেন তিনি। কিন্তু যাত্রার দিন চারেক আগে বিমানসংস্থার তরফে তাঁকে জানানো হয় যে, কোনও এক কারণে ফ্লাইটটি বাতিল

করা হয়েছে। তাঁর টিকিটের টাকা ‘ওয়ালেট’-এ জমা রাখা হয়েছে। সেই টাকা থেকে ভবিষ্যতে তিনি টিকিট কাটতে পারবেন। একই অভিজ্ঞতা হয় ব্যবসায়ী ব্রিজেশ সুতারিয়ারও। জুনের ৭ তারিখ যাত্রা করার উদ্দেশ্যে মুম্বই থেকে দিল্লি যাওয়ার জন্য বিমানের টিকিট কাটেন তিনি। সেবারেও কোনও নির্দিষ্ট কারণ না দেখিয়ে বিমান বাতিল হওয়ার কথা জানানো হয় বিমানসংস্থার তরফে। তাঁর টাকাও ‘ওয়ালেট’-এ জমা রাখা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.